1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করতে হবে’– মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি ! নোয়াখালীতে ৯৯ ব্যাচেরপুনর্মিলন ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সময়ে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল — মির্জা ফখরুল ,, নবীগঞ্জে সিএনজি চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা খুন মাগুরায় গার্মেন্টস মালিক ও তার শিল্পপতি ভাইদের বাড়িতে হামলা-ভাঙচুর! থানায় মামলা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি, আউলিয়ায়ে কেরামের মাজার ভাঙচুর ও জশনে জুলুসে হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঁশখালী শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাঁশখালী সরকারি আলাওল কলেজ মাঠে মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঁশখালী উপজেলা শাখার মুখপাত্র অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম রেজভী, আবদুল মালেক আশরাফী, মাওলানা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরী, মাওলানা বশির আহমদ, মাওলানা আবু বক্কর সিকদার,

আবদুর রহীম সিরাজী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা আশেকুর রহমান আল কাদেরী, জাহাঙ্গীর আলম আলকাদেরী, অধ্যাপক শফিউল বশর, মাওলানা মমতাজুল হক নঈমী, অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, মাঈনুল ইসলাম ফরহাদ, কাজী সুলতান আহমদ, হাবিবুর রহমান, শাহজাদা কবিউল আলম, হাফেজ তমিজ, নুরুল ইসলাম, ইব্রাহীম কাদেরী, শামশুল আরেফীন খালেদ, শাহাব উদ্দীন, আবুল কাশেম তাহেরী, শহিদুল ইসলাম, ওয়াহিদ হাবিবী, মো. আজিম, ছাত্রনেতা শহীদ রেজা, নেজাম উদ্দিন রিয়াদ, ইয়াছিন আরাফাত শাকিল, শাহাব উদ্দীন, নুরুল আলম ফয়েজী প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে সরকারি আলাওল কলেজ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে সুফিবাদে বিশ্বাসী মানুষের উপর বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। অনেক জায়গায় মাজার ভাঙচুর করা হয়েছে। জশনে জুলুসে পর্যন্ত হামলা হয়েছে। এসব ঘটনায় আইনের আশ্রয় নিলেও কাউকে গ্রেফতার করা হয়নি। আজও যখন এই সভা করা হচ্ছে, তখন প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে বারবার ফোন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কারা এসব ঘটনা ঘটাচ্ছে, কারা এসব ঘটনার পেছনে ইন্ধন জোগাচ্ছে তাদের আমরা চিনি। সুতরাং তাদেরকে নিয়ন্ত্রণ করুন। সারাদেশের সুন্নী জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটলে সারাদেশ অচল হয়ে যাবে। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কেন্দ্র থেকে ডাক আসলে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। সুতরাং সময় থাকতেই এসব অপকর্মে জড়িতদের আইনের আওতায় আনুন।’

ভারতে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ‘হযরত মুহাম্মদ (সা:) আমাদের আদর্শ। তাঁকে নিয়ে কেউ কটুকথা উচ্চারণ করবে আর ধর্মপ্রাণ মুসলমানরা ঘরে বসে থাকবে তা হতে পারে না। বিশ্বনবী মান, মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত আছি।’

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম