হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রাতে ইনজেকশন দেয়ার পর অন্তত ২০ জন ভর্তি রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার রাত সাড়ে নয়টার পর হাসপাতালের ৭নাম্বার মহিলা মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে।উপস্থিত রোগীর স্বজনরা জানায়, রাতে ওয়ার্ডে কর্তব্যরত নার্স রোগীদের ঔষধ ও ইনজেকশন দেয়, এর কিছুক্ষণ পরই একে একে রোগীরা শ্বাসকষ্ট, বমি ও জ্বরে আক্রান্ত হতে থাকে। এসময় আতংকিত হয়ে পরে রোগীর স্বজনরা। সেসময় দায়িত্বরত নার্সদের জানানো হলেও তারা কোন সাড়া দেননি। পরে রোগীর স্বজনরা তাদের রোগীদের দ্রæত জরুরি বিভাগে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আবাসিক চিকিৎসক এসে তাদের প্রাথমিক চিকিৎসা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অসুস্থ তিনজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কি ইনজেকশন দেয়া হয়েছে এর সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।তবে এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ জসীম উদ্দিন মুঠোফোনে জানান, ইনজেকশনে নয়, একজন সাধারণ রোগী মারা যাওয়ার পর মৃত্যু দেখে ১০/১২ জন রোগী অসুস্থ হয়ে পড়েছিলো।