সংবাদ দাতাঃ
তদন্তে নির্দোষ প্রমাণিত হলে কক্সবাজার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালায়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি) সহ অভিভাবক বৃন্দ।
নানান অভিযোগে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে অপসারণের দাবীতে আন্দোলন শুরু হয় প্রতিষ্ঠানটিতে। এর প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর তদন্তে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাননি কমিটি। এদিকে, প্রধান শিক্ষক খুরশিদুলের দূর্নীতি প্রমাণ না হওয়ায় তাকে আবার প্রধান শিক্ষকের চেয়ারে বহাল করেছে তদন্ত কমিটি। প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত স্কুলে আসলে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অবিভাবকেরা খুশিতে উৎফুল্ল হয়ে উঠে এবং ফুলের শুভেচ্ছা জায়। এসময় ছাত্র ছাত্রী অবিভাবকদের উদ্দেশ্য প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত বলেন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং ইউএনও মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা সুন্দর ও নিরপেক্ষ তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট বৃত্তিহীন অভিযোগ তুলেছেন। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি চাই এই স্কুলের ছাত্র জেনো বাংলাদেশের সেড়া ছাত্র হয় এইভাবে ছাত্র- ছাত্রীদের পড়ানোর চেষ্টা করবো