1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময় তিতাসে ফিল্ম স্টাইলে লুটে নিচ্ছে ব্রিকফিল্ডের ইট হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম বিভাগীয় তিন ট্রাস্টির পদ বাতিল এর দাবিতে স্মারকলিপি প্রদান জাতীয় প্রেস ক্লাবে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত প্রতারক চক্রের খপ্পরে পরে ৭৬ জন সাধারণ মানুষ ভিকটিম থেকে মূল আসামি গণ-অভ্যুত্থান ও ভাষা-আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়ক মন্ত্রণালয়ের নাম সংশোধনের জন্য অধ্যাপক বার্ণিকের  আহ্বান নেত্রকোনা জেলা সাইবারের ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়কের মায়ের মৃত্যুতে সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটির শোক প্রকাশ অরাজনৈতিক ডিজিটাল প্লাটফর্ম “সংযোগ নোফেল” এর আলোচনা সভা অনুষ্ঠিত সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত – মোহাম্মদ দেলোয়ার হোসাইন

চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কুমিল্লার একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন এবং আগামী দিনে সাংবাদিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদেরকে যাতে কেউ হয়রানি করতে না পারে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাহা নিশ্চিতে সর্বোচ্চ খেয়াল রাখা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান, মহানগর জামায়াতের সেক্রেটারী মো: মাহবুবুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন এর পরিচালনায় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক মো: সিরাজুল ইসলাম ফরায়েজী, সদস্য সচিব এমরান হোসেন বাপ্পি, আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুল মান্নান, মো: আক্তারুজ্জামান, মো: বেলাল হোসাইন, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, আনিসুর রহমান, গোলাম রসুল, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মো: এমদাদ উল্যাহ, হাসান মু. জহির, আবু বকর সুজন, আবুল বাশার রানা, কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, শাহিন আলম, হোসাইন মোহাম্মদ মামুন, মনির উল্লাহ ভূঁইয়া, কাজী সেলিম, আহসান উল্লাহ, সফিউল আলম, মো: ইউছুফ মজুমদার, জহিরুল ইসলাম সুমন, মো: সাইদুল হক, মো: রাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামায়াত নেতা এ.টি.এম মাছুম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম