1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে পূর্ব শত্রুতার জেরে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক! ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত  পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার আমরা চাঁদাবাজি-দুর্নীতি করি না, কাউকে করতেও দিবো না: ডা. শফিকুর রহমান মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব

তিতাসে পূর্ব শত্রুতার জেরে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৩ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দাউদকান্দির জুরানপুর শাখা কৃষি ব্যাংকের সহকারী কর্মকর্তা মো. মনির হোসেন (৩৮) কে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলাউদ্দিন ও তার ভাই রিপন, লিটন গংরা। আহত মনিরের স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেছেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া ব্রিজের উপর। আহত ব্যাংক কর্মকর্তা মো. মনির হোসেন বারকাউনিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

এঘটনায় মনির হোসেনের বড় ভাবি ফারিয়া আক্তার শ্যামলী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ অজ্ঞাত করে তিতাস থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মনির হোসেন ও আলাউদ্দিন গংদের সাথে পূর্ব হতেই মামলা মোকদ্দমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে মনির হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে।

মামলার বাদী ফারিয়া আক্তার শ্যামলী বলেন, আমার দেবর মনির হোসেন শনিবার সন্ধ্যায় বাতাকান্দি বাজার থেকে বাড়ি আসার পথে বারকাউনিয়া ব্রিজের উপর পথ রোধ করে সন্ত্রাসী আলাউদ্দিন, রিপন ও লিটনগংরা হত্যার উদ্দেশ্যে হামলা করে আমার দেবরের হাত-পা ভেঙ্গে দিয়েছে। আমি থানায় মামলা করেছি। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলাউদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, ৫ আগস্টের পর আমার বড় ভাই লিটন মিয়াকে হত্যার উদ্দেশ্যে মনির গংরা মারধর করে গুরতর আহত করে। ওই ঘটনায় আমরা মামলা করেছি। ওই মামলা তুলে নেওয়ার জন্য মনির গংরা আমাদের বাড়িতে হামলা করে। এসময় উভয়ের মধ্যে মারামারি হয় এবং আমাদেরও মোহাম্মদ আলী নামে একজন আহত হয়েছে। বর্তমানে সে এখন ঢাকায় চিকিৎসাধিন আছে।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বারকাউনিয়ায় মারামারির ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তদন্ত কর্মকর্তা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম