হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিস রোববার সকালে ২০২৪-২৫ অর্থবছরের পুনর্বাসন কর্মসূচীর আওতায় বন্যা এবং অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৪৩০০ জন কৃষকের মাঝে শাকসব্জি বীজ এবং ৬৩০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি জন কৃষক এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫০০ গ্রাম শাকসবজি বীজ প্রদান করা হয়। এছাড়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৫০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ বিতরন করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, বিএনপি নেতা সায়েদুল হক লাঞ্জু, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নকলা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ ও শফিকুল আলম লাভলু উপস্থিত ছিলেন ।