1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর চর ঘাসিয়ায় কোস্টগার্ড‌ের উপস্থিতিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ স্থানীয়দের  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন : ঠাকুরগাঁওয়ে ইউএনওর নির্দেশে হাটে অতিরিক্ত টোল আদায় ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের সমাবেশে বক্তব্য বলেন– দেশের কল্যাণ কিভাবে নিয়ে আসা হবে, তার কাজ করে যেতে হবে- মির্জা ফখরুল মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা নকলায় সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর সরণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা চৌদ্দগ্রামে কুকুরের উপদ্রব বৃদ্ধি: জনজীবনে আতঙ্ক বিরাজ করছে

নোয়াখালীর চর ঘাসিয়ায় কোস্টগার্ড‌ের উপস্থিতিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ স্থানীয়দের 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়া উপজেলার  বিচ্ছিন্ন দ্বীপ চর ঘাসিয়ায় কোস্টগার্ডের উপস্থিতিতে বহিরাগত একদল ডাকাত বিভিন্ন বাড়ি-ঘর,দোকানে হামলা-ভাংচুর, লুটপাট  ও নারী নির্যাতনের অভিযোগ তুলেছে স্থানীয়রা।


বুধবার সকালে চর ঘাসিয়া বার আউলিয়া বাজারে শত -শত নারী পুরুষ রাস্তায় দাঁড়িয়ে হামলা,ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসী।

  • প্রতিবাদ মিছিল থেকে তারা জানায়, কোস্টগার্ডের সদস্যরা ডাকাত ধরার নাম করে তাদের সাথে কিছু বহিরাগত ডাকাত সদস্যদের সোর্সের কথা বলে নিয়ে এসে সামনে যখন যাকে পেয়েছে ওই ডাকাত সদস্যদেরকে দিয়ে  বেধড়ক মারধর করেছে। এরপর আমাদের বাজারের সেলুনের দোকানদার ,পল্লী  ডাক্তার ও সাধারণ মানুষদের ধরে নিয়ে অস্ত্র মামলা দিয়ে ডাকাত সাজিয়ে  ফাঁসিয়ে দেওয়া হয়। এরপর বিভিন্ন বাড়ি গিয়ে নারীদেরকে ভয় দেখিয়ে মারধর করে নগদ টাকা, ভেড়া, ছাগল ও গরু নিয়ে যায়। এই সময় তারা একটি নৌকা, কয়েকজন জেলের জাল ও একটি জেনারেটর পুড়িয়ে দেয় এবং কয়েকটি দোকানঘর ভাংচুর করে।এমনকি তাদের হামলার হাত থেকে শিশু, বৃদ্ধ ও মসজিদের ইমাম  কেউ রেহাই পায়নি।

প্রতিবাদ করতে গিয়ে তারা বলেন, আপনারা  খোঁজ নিয়ে দেখেন যারা এখানে এসেছে এরা বেশিরভাগই ডাকাত সদস্য। তারা হলো আব্দুর রব , আলাউদ্দিন চেয়ারম্যান, সুজন মেম্বার, একরাম, বাবলু, সালাউদ্দিন। তারা সবাই নিজেরা এক একটা বাহিনীর প্রধান। অথচ কোস্টগার্ড তাদেরকে নিয়ে এসেছে ডাকাত ধরার জন্য।

সকালে শত শত নারী – পুরুষ জড়ো হয়ে গত ২৫ নভেম্বর চর ঘাসিয়ায় কোস্টগার্ড ডাকাতদের সন্ধানে চর এলাকায় অভিযান পরিচালনাকালে সাধারণ মানুষদের আটককালে কোস্টগার্ডের উপস্থিতিতে স্থানীয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ তুলেছে  কোস্টগার্ডের বিরুদ্ধে।

এ সময় সুমাইয়া স্টোরের মালিক মো. সাহেদ জানান, রাত নয়টার দিকে হঠাৎ ডাকাত ডুকছে শুনে আমরা দোকান বন্ধ করে ভয়ে পালিয়ে যাই। পরে সকালে এসে দেখতে পাই আমার দোকানে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল ও ক্যাশে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

রিয়া স্টোরেরে মালিক মো. রাশেদ জানান, আমি এ বাজারে দীর্ঘদিন ধরে ব্যাবসা করে আসছি।   পাশাপাশি একটি মসজিদের কোষাধ্যক্ষ পদে কাজ করছি। আমার কি অপরাধ ছিলো আমার প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আমার মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। একই সাথে আমার বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা মসজিদের টাকাও নিয়ে যায়।

এ দিকে এক সময় ডাকাত-জলদস্যুকে চাঁদা দিয়ে জনবসতি গড়ে উঠলেও গেল কয়েক বছর শান্তিতে ছিলো চরবাসী। হঠাৎ করে এ চরে আবারও বেড়েছে ডাকাতের উৎপাত। গেল ২৪ নভেম্বর রাতে ডাকাতরা কয়েকটি দলে ভাগ হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় চরে। মারধর করে লুট করে নিয়ে যায় তিনটি বাজারের অর্ধশতাধিক দোকানের মালামাল। সাথে নিয়ে যায় গরু, ধান ও স্বার্ণালংকার।

ওই দিন ডাকাতরা রাত ১০টায় এসে বার আউলিয়া বাজারে ভেড়া জবাই করে খাওয়া-দাওয়া করে আনন্দ উল্লাস করে সারারাত লুটতরাজ করে ভোরে ৮টি বড় ফিশিং ট্রলার বোঝাই করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

শাহাদাত ব্যাপারি জানান, আবারও ডাকাতির ঘটনা ঘটতে পারে তাদের হামলার ভয়ে আমরা চরবাসী আতকিংত । আমরা প্রশাসনের কাছে  দাবী  জানাই অস্ত্র উদ্ধার ও ডাকাতদের নির্মূল করে নিরাপদ করা হোক এই চরাঞ্চল।

এ বিষয়ে হাতিয়ার কোস্টগার্ডের কর্পোরাল মো. শাওন হোসেন মোল্লা জানান, গণ ডাকাতির বিষয়ে আমাদের জানা নেই। আর এখানে যারা অভিযান করেছে বেশিরভাগই বাইরের অফিসার। এদের মধ্যে পাঁচজন অফিসার ছিল। তার মধ্যে একটা অংশ ছিল ভোলার। আর হাতিয়ার যারা ছিল তাদেরকে আমরা রেখেছি নদীর পাশে। তবে সোর্স বেশি থাকায় আইনের আওতায় আনা যাচ্ছেনা ডাকাতদের। দেখা যায় আমরা অভিযান শেষ করেছি এরই মধ্যে ওদের কাছে ইনফরমেশন চলে যায়। ওদের প্রতিটা সিকুয়েন্সে লোক থাকে ফলে আমাদের কাজ করা কঠিন হয়ে পড়ে।

নোয়াখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম