1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মধ্যস্বত্ব থেকে হোয়াইট কালার ডাকাত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

মধ্যস্বত্ব থেকে হোয়াইট কালার ডাকাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২০ বার

নেহাল আহমেদ।

মধ্যস্বত্ব চিরস্থায়ী বন্দোবস্ত-উত্তরকালে সৃষ্ট জমিদারি ও রায়তি স্বত্বের মধ্যস্থিত এক অভিনব স্বত্ব।সব রকমের মধ্যস্বত্বের উদ্ভব ঘটেছে কোনও না কোনো স্থানীয় ঐতিহ্যকে কেন্দ্র করে এবং এগুলির কোনটিরই কোনো আইনগত বৈধতা ছিল না।

সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে স্বীকার করে ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাস্বত্বের মাধ্যমে সব রকমের মধ্যস্বত্বকে বৈধতা প্রদান করা হয়। মধ্যস্বত্বাধিকারীরা একটি বৃহৎ শক্তিশালী গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় উনিশ শতকের শেষ নাগাদ।এখন মধ্যস্বত্ব ধরণ এবং ধারন পাল্টে গেছে। এখন কৃষক কষ্টকরে চাষবাস করে উপার্জন করে ২০ পয়সা মধ্যস্বত্ব ভোগীরা উপার্জন করে ৮০ পয়সা। যেমন কৃষকের কাছে আলু ২ টাকা কেজি দরে কিনে এনে বিক্রি করে ১০ টাকায়।

এরপরে রয়েছে মজুদদার শ্রেনী।ক্রেতা ও বিক্রেতার মাঝে পণ্য ও মূল্যে যৌক্তিক বিনিময় আদান প্রদান হওয়া কাম্য হওয়া সত্ত্বেও যখন বিক্রেতা অতি মুনাফার লোভে চড়ামূল্যে বিক্রয় করার জন্য পণ্য সামগ্রী কুক্ষিগত করে, তখন একে বলে মজুদদারি। এর ফলে পণ্যের মূল্য বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার চলে যায় এবং জনজীবন বিপর্যন্ত হয়ে পড়ে।এরা হচ্ছে হোয়াইট কালার ডাকাত। সবাই জানে চিনে তবু এরা সমাজে সম্মানিত হিসাবে চলাচল করে।

উদাহরণ হিসাবে দেখা যায় কৃষকের হাতে যখন পিয়াজ থাকে তখন এর দাম থাকে ৩০ – টাকা কেজি যখন মজুদদারের হাতে থাকে তখন দাম হয় ১০০-২০০ টাকা।
সিন্টিকেট
ব্যবসায় সিন্ডিকেট হলো বেশ কয়েকটি ব্যবসায়িক সত্তা নিয়ে গঠিত একটি গ্রুপ, কোম্পানি বা কর্পোরেশন, যা বাজারে সাধারণ স্বার্থ ভাগ করে নেয়। তবে সত্তাগুলো সাধারণত পরস্পরের সরাসরি প্রতিযোগী হয় না। বড় সংস্থা বা কর্পোরেশনগুলো বাজারে তাদের অবস্থান শক্তিশালী করার জন্য সিন্ডিকেট গঠন করে।

ব্যবসাখাতে সিন্ডিকেটের ধারণা বোঝাতে মূলত সাম্প্রতিক কয়েকটি উদাহরণ দেয়া যেতে পারে। কদিন আগেও বাজারে কাগজ সংকট দেখা দিয়েছিল। খোঁজ নিয়ে জানা যায় যেসব বড় বড় কোম্পানি কাগজ আমদানি করে তারা অধিক পরিমাণে কাগজ কিনে বিক্রি না করে গুদামজাত করে রেখেছে। এতে করে বাজারে কাগজের একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছিল। সরবরাহ ব্যবস্থা এক রকমের ঠিক থাকার পরও সংকট দেখিয়ে কোম্পানিগুলো বেশি দামে প্রকাশনীর কাছে কাগজ বিক্রি করে। এই যে বড় বড় কোম্পানিগুলো একজোট হয়ে ইচ্ছাকৃতভাবে কাগজের দাম বাড়িয়ে দিল, তাদের এই জোটটিই হচ্ছে একটি সিন্ডিকেট।
আমদানী।
আমাদের দেশে যে গুলো কম উৎপন্ন হয় অথবা পাওয়া যায়না যেমন গুড়োদুধ, তেল ডিজেল বিভিন্ন যত্নাংশ অংশ এগুলো বাইরে থেকে আনতে হয়। বাইরে থেকে আনার জন্য নিদিষ্ট কিছু প্রতিষ্ঠান কে অনুমতি দেয়া হয়। অনেক সময় দেখা যায় সরকারের আস্থাভাজন অথবা সরকার কে খুশি করে কিছু অসাধু প্রতিষ্ঠান এই সুযোগ নিয়ে পন্য আমদানি করে থাকে। অবস্থা বুঝে তাদের ইচ্ছে মতো দামে দেশে বিক্রি করে থাকে।
বাজার নিয়ন্ত্রন করতে পারলে সাধারণ মানুষের দুর্দশা বাড়তেই থাকবে। উৎপাদিত পণ্যের সঠিক মুল্য কৃষক না পেলে উৎপাদনে উৎসাহ হারাবে। কৃষক বাচঁলেই দেশের মানুষ বাঁচবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম