1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক! ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত  পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার আমরা চাঁদাবাজি-দুর্নীতি করি না, কাউকে করতেও দিবো না: ডা. শফিকুর রহমান মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব

মাগুরায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা কাজলী বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কার্যকলাপ তুলে বক্তব্য দেন পরিষদের নির্বাচিত সদস্যরা। মানববন্ধনে ইউপি সদস্য ও শতাধিক গ্রামবাসী অংশ নেয়। এ সময় তারা আওয়ামী লীগের সময় নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান পান্না খাতুন বিগত সময় ও বর্তমানে নানা দুর্নীতি করছে মর্মে তার অপসারণ দাবি করেন।

অত্র ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আনারুল ইসলাম বলেন, বিএনপি’র ইউপি সদস্য হওয়ার কারণে নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান পান্না খাতুন আমাদেরকে সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। স্বৈরাচার হাসিনা যেমন দুর্নীতি করেছে তার মনোনীত এই চেয়ারম্যান ও নানা দুর্নীতি করেছে। এছাড়া পরিষদের সে তার স্বামীকে দিয়েও অনেক দুর্নীতি করেছে। আমরা এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অনতিবিলম্বে অপসারণ চাই।

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, সে গত তিন বছরে নানা দুর্নীতি করেছে সার্টিফিকেট দুর্নীতি করেছে। তার স্বামী দুর্নীতি করেছে। আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান পান্না খাতুন বলেন, আমি আওয়ামী লীগের সময় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলাম। যে কারণে আমার বিরুদ্ধে এ সকল মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি যখন যে কাজ করেছি তার সব কাজেরই ফাইল আছে উর্ধতন কর্তৃপক্ষ সেগুলো চেক করলেই বুঝবে আমি কোন দুর্নীতি করেছি কিনা। মূলত আমি যেহেতু আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ছিলাম সে কারণে পরিবর্তিত এই পরিস্থিতিতে আমাকে সরিয়ে বিএনপি সমর্থিত মেম্বাররা দায়িত্ব নিতে চাচ্ছে। আমার ইউনিয়নের বিশ হাজার বাসিন্দা আছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন আমি কোন দুর্নীতি করেছি কিনা।

এর আগে গতকাল রোববার জেলা প্রশাসক বরাবর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কার্যকলাপের বিরুদ্ধে অনাস্থা প্রদান করেছে অত্র পরিষদের ১০ জন ইউপি সদস্য। অনাস্থা পত্রে দশটি অভিযোগ উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ,মাগুরা।

তাং ০৪/১১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম