1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানা হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতা কর্মীগণ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মানসিক ভারসাম্যহীন রত্না বেগম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা  নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হামদর্দ বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি !

মাগুরায় ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় ডাক্তারের ভুল চিকিৎসায় শিপ্রা রানী বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে! ৮ নভেম্বর শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিপ্রা রাণীর মৃত্যু হয়। সে মাগুরা শহরের সাত দোহা পাড়ার কার্তিক চন্দ্র বিশ্বাস এর স্ত্রী।

শিপ্রা রাণীর স্বামী কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, মলদ্বারে ছোট্ট একটি টিউমার অপারেশন করার জন্য গত ২১ অক্টোবর মাগুরা শহরের আর রহমান প্রাইভেট হাসপাতালে তার স্ত্রীকে ভর্তি করানো হয়। পরদিন ২২ অক্টোবর ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস তার স্ত্রীকে অপারেশন করেন। অপারেশনের সময় ভুলক্রমে মলদ্বারের নালি কেটে ফেলেন ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস। এরপর সেখানে ইনফেকশন হলে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন শিপ্রা রাণী। অবস্থা বেগতিক দেখে ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস রোগীকে গত ৪ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬ টার দিকে শিপ্রা রাণীর মৃত্যু হয়।

তিনি আরোও বলেন, ভুল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্য আর কোন গৃহবধুর যেন ভুল অকাল মৃত্যু না ঘটে। ডাক্তারের নামে আদালতে মামলা করবেন বলে কার্তিক বিশ্বাস জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে ডাক্তারের অখিল রঞ্জন বিশ্বাস বলেন, ভূল অপারেশনে তিনি মারা যাননি। অতিরিক্ত খাবার খাওয়ার কারণে নারী ফেঁটে! তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জানতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সাইফুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/১১/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net