1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে অস্ত্রসহ যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

রামগড়ে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪৫ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) ভোররাতে রামগড় থানার এসআই তারেক হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আটক যুবকের জরিচন্দ্রপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সজলকে গ্রেফতার করে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন জানান, আসামি সুবেল ত্রিপুরা সজল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত পিস্তল, একটি কাঠের বাটযুক্ত এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় রামগড় থানায় মামলা (নং-০৭, তারিখ: ১৯/১১/২০২৪) রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম