1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বনের ভেতরে অবৈধ সিসা তৈরি কারখানা,পরিবেশ হুমকিতে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্ট্রবেরি চাষে সাফল্য দেখালেন– ইসরাফিল , রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে নিয়োগ বানিজ্যে মুন্নার আঙ্গুল ফুলে কলা গাছ ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

শ্রীপুরে বনের ভেতরে অবৈধ সিসা তৈরি কারখানা,পরিবেশ হুমকিতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে সরকারি সংরক্ষিত বনভূমি এলাকায় বিএনপি নেতাকর্মীদের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারি আগুনে পুড়িয়ে তৈরী করা হচ্ছে সিসা। এতে কারখানার দূষিত ধোয়ায় আশেপাশের এলাকা সহ ধ্বংসের মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ, জীব ও বৈচিত্র।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাংগা গ্রামের ইদ্রিস পার্ক এলাকায় কারখানার ভিতরে ২০-২৫ জন শ্রমিক ব্যাটারির খোল ছাড়িয়ে প্লেট বের করছে, আবার কেউ কেউ ব্যাটারির সেই প্লেট চুল্লির মুখে সাজাচ্ছে। সিসা থেকে নির্গত কালো ধোয়া শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট সহ হুমকির মুখে রয়েছে প্রাকৃতিক পরিবেশ, জীব ও বৈচিত্র।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাতে চুল্লিতে কয়লার আগুনে পুরাতন ব্যাটারি প্লেট জ্বালিয়ে সিসা তৈরি হয়। এতে ব্যাপক ধোয়ার সৃষ্টি হয়। বিষাক্ত এ ধোয়া মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর।

সিসা কারখানায় কাজ করলে তাদের কোন সমস্যা হয় কি-না এমন প্রশ্নের উত্তরে কর্মরত শ্রমিকরা বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি, তবে কাজটা ঝুঁকিপূর্ণ । ওই অবৈধ কারখানার মালিকের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায়। কারখানাটির সার্বিক দায়িত্বে রয়েছেন পরিচয় দিয়ে মনোয়ারুল নামের এক ব্যক্তি বলেন, আমরা অনেক দিন থেকে এই ব্যবসা করে আসছি। এখানে গত ১ নভেম্বর থেকে ইদ্রিস পার্কের মালিকের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে কাজ করছি। এখানে স্থানীয় বিএনপি নেতা তুলা মিয়া সরকার ও ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলী বিষয়টি দেখাশোনা করেন। এখানে বনের লোকজনও এসেছিল তাদেরকে ম্যানেজ করা হয়েছে। তারা আমাদের সাথে কথা বলে চলে গেছে।

ওই এলাকার ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা তুলা মিয়া সরকার, আইয়ুব আলী ও যুবদলের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের। অবৈধ সিসা তৈরির কারখানার সাথে সরাসরি জড়িত তারা। কারখানা কর্তৃপক্ষের থেকে অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে তারা স্থানীয়ভাবে প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করেন বলে জানা যায়।

এ বিষয়ে আইয়ুব আলী ও তুলা মিয়া সরকার বলেন, আমরা বিএনপির কয়েকজন মিলে এটা পরিচালনা করছি। অনেকেই আসছিল, সবার সঙ্গে কথা বলেছি, সবাই চলে গেছে। আপনারা যদি বলেন, তাহলে এখানে কারখানা থাকবে, নয়তো থাকবে না।

পরিবেশ অধিদফতর (গাজীপুর অঞ্চল) এর উপপরিচালক মো. আরেফিন বাদল বলেন, ‘সিসা তৈরির পরিবেশের জন্য হুমকিস্বরূপ। অতি দ্রুত এ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net