“প্রেসবিজ্ঞপ্তি /বিবৃতি”
গণ-অভ্যুত্থান ও ভাষা-আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়ক মন্ত্রণালয়ের নাম সংশোধনের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান জানিয়েছেন তিনি
গত ঢাকা, ১৬ নভেম্বর ২০২৪।– জাতীয় গণ-অভ্যুত্থানের ১০০দিন পূর্তি উপলক্ষে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক এক বিবৃতিতে গণ-অভ্যুত্থান ও রাষ্ট্রভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধাপ্রদর্শন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নাম সংশোধনের আহ্বান জানিয়েছেন।
সংশোধিত নাম জাতীয় বিজয় মন্ত্রণালয় নির্ধারণ করে উক্ত মন্ত্রণালয়ের অধীনে ৩টি বিভাগ রাখার প্রস্তাব করেন তিনি। বিভাগগুলো হবে—(১) রাষ্ট্রভাষা আন্দোলন বিষয়ক বিভাগ, (২) মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগ, (৩) গণ-অভ্যুত্থান বিষয়ক বিভাগ।
আলোচ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জাতীয় গণ-অভ্যুত্থানের সৈনিক, শহিদ ও পঙ্গুত্ববরণকারীদের পরিশুদ্ধ তালিকা তৈরি, তা গেজেট প্রকাশ ও সংশ্লিষ্ট সকলকে রাষ্ট্রীয় সম্মান, পুনর্বাসন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লখ করেন।
এমএ বার্ণিক আরো বলেন, বাংলাদেশে ২০২৪ সালে ও ১৯৯০ সালে দুটো গণ-অভ্যুত্থান হয়েছে। ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের শহিদ ও সৈনিকদের প্রতি অভ্যুত্থান-পরবর্তী সরকারগুলো বেঈমানি করেছে। পরবর্তী সরকারগুলো সংশ্লিষ্টদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন বা সুযোগে-সুবিধা প্রদানের পদক্ষেপ নেয়নি ।
২০২৪ সালের জাতীয় গণ-অভ্যুত্থানের সৈনিক, শহিদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারীরা ইতোমধ্যেই সুচিকিৎসা ও পনর্বাসনের দাবিতে রাজপথে নেমে আসতে হয়েছে। এটা সরকারের জন্য ন্যক্কারজনক ঘটনা। মাত্র ১০০দিনের মধ্যেই জাতি যদি তার শ্রেষ্ঠসন্তানদের ভুলে যায়, যথাযথ মূল্য দিতে ব্যর্থ হয়, তবে সেই লজ্জা ঢাকার আর পথ থাকে-না।
এমতাবস্থায় রাষ্ট্রভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জাতীয় গণ-অভ্যুত্থানের প্রতি সম্মানপ্রদর্শন ও যথাযথ মূল্যায়নের মাধ্যমে স্থায়ী কর্মপন্থা নির্ধারণের জন্য রাষ্ট্রকে এগিয়ে আসার জন্য অধ্যাপক এমএ বার্ণিক আহ্বান জানান।
⤴️➡️উপরোক্ত বিষটি নিয়ে আপনার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করার জন্য অনুরোধ রইল।
—-এম এ বার্ণিক