1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী মেদাকচ্ছপিয়ায় বন বিভাগের অভিযান, গুড়িয়ে দিয়েছে নারী মেম্বারের নির্মিত বাড়ী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

খুটাখালী মেদাকচ্ছপিয়ায় বন বিভাগের অভিযান, গুড়িয়ে দিয়েছে নারী মেম্বারের নির্মিত বাড়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে নির্মিত

অবৈধ স্থাপনা ঘরের দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন আহমদের নির্দেশে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্যম মেদাকচ্ছপিয়া গ্রামে ১টি নিমির্ত ঘরের আংশিক অংশ গুড়িয়ে দিয়েছে বনবিভাগের কর্মকর্তারা।

সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান।

নির্মিত ঘরের দেয়াল ভেঙে দেয়ার কথা নিশ্চিত করে তিনি বলেন,তাদের ওই জমিতে সম্প্রতি এলাকার নারী ইউপি সদস্য রাজিয়া সোলতানা বেশক’জন প্রভাবশালীর মদদে বসতঘর দালান তৈরি করে আসছিল। দখলদার স্থানীয় নারী মেম্বারকে

ওই জমি ছেড়ে দিতে বন বিভাগের পক্ষ থেকে কয়েকবার নির্দেশনা দেওয়া হলেও সেটি আমলে নেননি। অবশেষে বন বিভাগের স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে বনভুমির জমিতে নির্মিত দালান ঘর ভেঙে দিই।

এ সময় মেদাকচ্ছপিয়া, খুটাখালী, ফুলছড়ি বনবিটের কর্মকর্তা, স্টাফ, ভিলেজার ও সিপিজি দলের সদস্যরা অভিযানে অংশ নেন বলে জানান তিনি।

অভিযোগ উঠেছে ঐ নারী ইউপি সদস্য মেদাকচ্ছপিয়া সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি ও আ’লীগ নেত্রী। এ সুবাধে সে কাউকে পরোয়া করে না।

 

তবে অভিযান প্রশ্নবিদ্ধ দাবী করে স্থানীয় ওয়ার্ড মেম্বার রাজিয়া সোলতানা  বলেন, বাড়ির দেয়াল ভেঙে দেয়ার  সময় আমি নিজে তাদের সহযোগিতা করেছি। কেননা আমি স্থানীয় সিএমসি ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করে আসছি। আমার জানামতে যৎসামান্য রিজার্ভ জমিতে আমি দীর্ঘদিন ধরে দেখভাল ও দখলে আছি। মুলতঃ এলাকার একটি পক্ষ আমাকে উচ্ছেদ ও হয়রানি করতে বনবিভাগের লোকজনকে ভুলবাল বুঝিয়ে  এ অভিযান চালিয়েছে। এরপরও তিনি সবসময় বন ও বনভুমি রক্ষায় দায়িত্বশীল বলে দাবী করেন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ বলেন, বনবিভাগের জায়গায় কতিপয় অবৈধ দখলদার বসতঘর নির্মাণ করে জায়গা দখলে নেন। বিষয়টি সহকারী বন কর্মকর্তার এসিএফ শীতল পালের নির্দেশে দুপুরে একদল বনকর্মীরা অভিযান চালিয়ে অবৈধ ভাবে গড়ে তোলা বসতঘর ভেঙ্গে দেয়া হয়।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ঐ জমি পরিমাপ করা হবে। অবৈধ দখলদারকে বনবিভাগের জায়গা থেকে দখল উচ্ছেদ করে ঐ জায়গা বনবিভাগের নিয়ন্ত্রণে আনা হবে। এনিয়ে বনবিভাগের সংশ্লিষ্ট আইনে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৪/১১/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম