এস কে সানি ( নিজস্ব প্রতিবেদক) :
ভোগড়া বাইপাস চিটাগং বিশ্বরোড প্রকল্পের যমুনা টাংকি মোড়ে আন্ডারপাস নির্মানে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করেন ডিবিসি চ্যাবেলরে পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টস এর চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।
রোববার বিকেলে মোগরখাল ও চান্দনা গ্রামের স্থানীয় লোকজন সালাউদ্দিন চৌধুরী বাসায় এসে তাদের দুঃখের কথা জানান।
জানা যায়,ভোগড়া বাইপাস চিটাগং বিশ্বরোড প্রকল্পের রাস্তা যমুনা টাংকি মোড়ে নিরাপদে পারাপারের জন্য আন্ডারপাস নির্মাণ করার জন্য বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে সমাধান না পাওয়ায় মোগরখাল ও চান্দনা লোকজন সালাউদ্দিন চৌধুরীর বাসায় আসেন।
এসময় সালাউদ্দিন চৌধুরী এলাকার লোকজনদের আশ্বস্ত করেন খুব শিগগিরই যমুনা টাংকি মোড়ে নিরাপদ পারাপারের জন্য আন্ডারপাস নির্মাণ করতে যা যা করা লাগে তিনি তা করবেন।এবং সকল মিডিয়া নিউজ টি প্রচার করে এলাকবাসীর পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন কোন মালিক অন্যায়ভাবে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে।
এসময় শ্রমিক ভাই-বোনদের আবারও সাধারণ মানুষের কথা চিন্তা করে ও দেশের কথা ভেবে রাস্তা ও আনান্য প্রতিষ্ঠানে হামলা না করার অনুরোধ করেন।
পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রমিকদের ন্যায আদায়ে।