মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ডাল, খেসারি ডাল ও সবজি বীজের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় কুমিল্লার তিতাস উপজেলায় ৯৭০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে এ বিতরণী কার্ষক্রম অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুমাইয়া মমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সহকারী কৃষি অফিসার কাউসার আহমেদ ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সুবিধাভোগী কৃষকরা।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় এই বছর তিতাস উপজেলায় ৯৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, বাদাম, গম, মসুর, খেসারী, পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।