পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান
খাগড়াছড়ি প্রতিনিধি:
পাহাড়ি- বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির মাধ্যমে পাবর্ত্য এলাকায় স্থায়ী শান্তি আসবে। সকলে মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বৃহস্পতিবার বিকেলে গুইমারা উপজেলা বিএনপির কর্তৃক আয়োজিত শান্তি- সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া।
প্রায় দেড়যুগ পর ওয়াদুদ ভূঁইয়ার গুইমারায় আগমন উপলক্ষ্যে শান্তি, সম্প্রীতি সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর নোমান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##