1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বনের ভেতরে অবৈধ সিসা তৈরি কারখানা,পরিবেশ হুমকিতে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি শপথ অনুষ্ঠানে কাঁদলেন তিতাসের জামায়াতের নবনির্বাচিত আমির ইঞ্জি.শামীম তিতাসে পূর্ব শত্রুতার জেরে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

শ্রীপুরে বনের ভেতরে অবৈধ সিসা তৈরি কারখানা,পরিবেশ হুমকিতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২১ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে সরকারি সংরক্ষিত বনভূমি এলাকায় বিএনপি নেতাকর্মীদের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারি আগুনে পুড়িয়ে তৈরী করা হচ্ছে সিসা। এতে কারখানার দূষিত ধোয়ায় আশেপাশের এলাকা সহ ধ্বংসের মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ, জীব ও বৈচিত্র।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাংগা গ্রামের ইদ্রিস পার্ক এলাকায় কারখানার ভিতরে ২০-২৫ জন শ্রমিক ব্যাটারির খোল ছাড়িয়ে প্লেট বের করছে, আবার কেউ কেউ ব্যাটারির সেই প্লেট চুল্লির মুখে সাজাচ্ছে। সিসা থেকে নির্গত কালো ধোয়া শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট সহ হুমকির মুখে রয়েছে প্রাকৃতিক পরিবেশ, জীব ও বৈচিত্র।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাতে চুল্লিতে কয়লার আগুনে পুরাতন ব্যাটারি প্লেট জ্বালিয়ে সিসা তৈরি হয়। এতে ব্যাপক ধোয়ার সৃষ্টি হয়। বিষাক্ত এ ধোয়া মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর।

সিসা কারখানায় কাজ করলে তাদের কোন সমস্যা হয় কি-না এমন প্রশ্নের উত্তরে কর্মরত শ্রমিকরা বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি, তবে কাজটা ঝুঁকিপূর্ণ । ওই অবৈধ কারখানার মালিকের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায়। কারখানাটির সার্বিক দায়িত্বে রয়েছেন পরিচয় দিয়ে মনোয়ারুল নামের এক ব্যক্তি বলেন, আমরা অনেক দিন থেকে এই ব্যবসা করে আসছি। এখানে গত ১ নভেম্বর থেকে ইদ্রিস পার্কের মালিকের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে কাজ করছি। এখানে স্থানীয় বিএনপি নেতা তুলা মিয়া সরকার ও ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলী বিষয়টি দেখাশোনা করেন। এখানে বনের লোকজনও এসেছিল তাদেরকে ম্যানেজ করা হয়েছে। তারা আমাদের সাথে কথা বলে চলে গেছে।

ওই এলাকার ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা তুলা মিয়া সরকার, আইয়ুব আলী ও যুবদলের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের। অবৈধ সিসা তৈরির কারখানার সাথে সরাসরি জড়িত তারা। কারখানা কর্তৃপক্ষের থেকে অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে তারা স্থানীয়ভাবে প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করেন বলে জানা যায়।

এ বিষয়ে আইয়ুব আলী ও তুলা মিয়া সরকার বলেন, আমরা বিএনপির কয়েকজন মিলে এটা পরিচালনা করছি। অনেকেই আসছিল, সবার সঙ্গে কথা বলেছি, সবাই চলে গেছে। আপনারা যদি বলেন, তাহলে এখানে কারখানা থাকবে, নয়তো থাকবে না।

পরিবেশ অধিদফতর (গাজীপুর অঞ্চল) এর উপপরিচালক মো. আরেফিন বাদল বলেন, ‘সিসা তৈরির পরিবেশের জন্য হুমকিস্বরূপ। অতি দ্রুত এ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম