এইচ. আই লিংকন, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, মানুষ তার ধর্ম পালন করুক এলাকার মানুষ শান্তিতে থাকুক। এটা বিএনপি চায় এই বর্তমান অন্তর্বর্তী সরকারও চায় আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সম্পৃতি ও শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখার লক্ষে মুন্সীগঞ্জে মুসলিম ও হিন্দু ধর্মালম্বীদের নিয়ে মত বিনিময় সভা এ কথা বলেন তিনি।
মুসলিম হিন্দু সম্মিলিত ঐক্য পরিষদের আয়োজনে ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবু আম্মার আবদুল্লাহ্ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জসিম উদ্দিন খোকন, বাংলাদেশ হিন্দু বৈদ্দ খৃষ্টান ঐক্যপরিষদ সিরাজদিখান উপজেলা সভাপতি বিমল চন্দ্র দাস, সিরাজদিখান উপজেলা জাসাসের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম শামিম, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাপস কুমার দাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।