রাউজান প্রতিনিধি,:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সত্তারকুল দায়রা শাখার উদ্যোগে বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী( ক.) এর ৯৬তম খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৪ ডিসেম্বর) হযরত এয়াছিন শাহ স্কুল এন্ড কলেজ ময়দানে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারী। প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি এর ইসলামিক স্টাডিজ বিভাগের সহ- অধ্যাপক ড. মোহাম্মদ নুরনবী আল আজহারী। উদ্বোধনী বক্তব্য রাখেন হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান। মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা করেন মাওলানা ফখরুদ্দীন আল কাদেরী, মাওলানা বাহাউদ্দিন ওমর। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন, মোস্তফিজুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন জীবন, সৈয়দ কামাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন,সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সমন্বয়ক আনিস উল খান বাবর, মামুন মিয়া, আবু তৈয়ব মাষ্টার, মাওলানা মহিম উদ্দিন, মাওলানা শহীদুল আলম, ওসমান গনি মুরাদ, এস এম মুবিন, মোহাম্মদ জাবেদ,মাওলানা কুতুবউদ্দিন। বক্তারা বলেন, মাইজভাণ্ডারী ত্বরিকার সুফি সাধকগণ মানুষের কল্যাণে কাজ করে। এই ত্বরিকার সুফি সাধকগণরা এমনি এমনি ঘুরে বেড়ায় না মানুষের কল্যাণে ঘুরে বেড়ায়। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। এই ধারাবাহিকতায় জিয়াউল হক মাইজভাণ্ডারী( ক.) এর ট্রাস্টের মাধ্যমে সারাদেশেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। এটি হলো মাইজভাণ্ডারী ত্বরিকার মূল দর্শন। মিয়াদ কিয়াম শেষে দেশে ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।