ময়নাল হোসেন:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক “যুগরত্ন” সাংবাদিক সম্মাননা-২০২৪ ইং প্রদান অনুষ্ঠানে দেশসেরা ১১ জনের তালিকায় কুমিল্লার দেবিদ্বারের প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার
মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে “যুগরত্ন” সাংবাদিক সম্মাননা- ২০২৪ মনোনীতদের নামের তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও সদস্য সচিব নুরুল হুদা বাবু।
উল্লেখ্য, তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা এমন শতাধিক সাংবাদিকদের মধ্য থেকে বাছাঈ করে এ বছর ১১ জনকে সম্মাননা দিতে কক্সবাজারে আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
দেবিদ্বারের প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ১৯৭৬ সাল থেকে অদ্যাবধি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রেখে আসছেন। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠ পত্রিকায় কর্মরত আছেন।
তাকে এ সম্মানে ভূষিত করায় আয়োজক কমিটির সংশ্লিষ্টদের বাংলাদেশ প্রেসক্লাব দেবিদ্বার উপজেলা শাখা সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।