———বিবৃতি——
ইসলামের আকিদা ও বিশ্বাসের সাথে তাবলীগ জমাতের সাংঘর্ষিক অবস্থানের কারণে সৌদি আরবসহ বিশ্বের কয়েকটি দেশে তাবলীগ জামাত নিষিদ্ধ করা হয়েছে। তাবলীগ জামাত আগে ছিলো ইলিয়াস-পন্থী, বর্তমানে যুবায়ের-পন্থী ও সাদ-পন্থী, মুহাম্মদ(স)-পন্থী নয়। সৌদি সরকারের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী গত ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে এক ঘোষণায় জানিয়েছেন, তাবলীগ জামাত ” সন্ত্রাসের দরজা”, তাই এদের সাথে মুসলিমদের সম্পর্ক ছিন্ন করতে হবে। একই সাথে শুক্রবারের নামাজের জামাতে এ বিষয়ে সমস্ত মানুষকে সচেতন করতে হবে।
বাংলাদেশে ইতিমধ্যে তাবলীগ জামাতের লোকেরা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ রাখলো। এভাবে মানুষ হত্যার কাজ কোন মুসলিমই করতে পারেন-না।
মুহম্মদ(স) আল্লাহর নির্দেশ মোতাবেক ইসলামের মূলভিত্তি ৫ টি নির্ধারণ করে গেছেন। মুসলিম মাত্রই সেই ৫টি ভিত্তি–ঈমান, ছলাত, যাকাত, রোজা ও হজ্জে বিশ্বাস করেন।
কিন্তু তাবলীগ জামাত ইসলামের ৫টি ভিত্তি ভেঙ্গে দিয়ে, ঈমান ও ছলাত রেখে যাকাত, রোজা ও হজ্জ বাদ দেয়। এই বাদ দেওয়া ৩টির জায়গায় ৪টি নতুন সংযোজন করে, যা হলো—ইলম ও যিকির, ইকরামুল মুসলিমিন, এখলাসে নিয়ত এবং ইসলাম প্রচার।
৪০ দিনের চিল্লা মনগড়া ইবাদত, যার কোন কুরআন ও হাদিসের ভিত্তি নেই। তাছাড়া বিশ্ব ইজতেমা আয়োজনের মধ্যে নবীর তরিকা নেই।
এমতাবস্থায় বাংলাদেশে বিশ্ব ইজতেমার আয়োজনকে সামনে রেখে যুবায়ের ও সাদ গ্রুপ রক্তক্ষয়ী প্রতিহিংসায় জড়িয়ে পড়েছে। শুরু হওয়া এই সংঘাত সারাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব ইজতেমার মাঠে কিংবা ইসতেমায় গমনাগমন রত নিরপরাধ মানুষ সন্ত্রাসীদের টার্গেট হতে পারেন। মসজিদে মসজিদে এ সংঘাত সারাদেশে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।
এমতাবস্থায় আসন্ন বিশ্ব ইসতেমা স্থগিত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
—–অধ্যাপক এমএ বার্ণিক
সভাপতি, জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন