বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞার আদেশ উপেক্ষা করে ধর্মীয় সংখ্যালঘুর জমি দখলের চেষ্ঠায় খতিয়ানভুক্ত দখলীয় জমির কাঁটাতার ও পিলারের সীমানা প্রাচীর লুটপাটের অভিযোগ উঠেছে শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ফরিদুল আলম গংয়ের বিরুদ্ধে।
এ বিষয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বাঁশখালী বরাবরে সি.আর মামলা দায়ের করেন ভুক্তভোগী পশ্চিম নাপোড়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত শ্যামা চরম কৈর্বত্ত্য দাশের পুত্র শশাংক দাশ।
শশাংক দাশ অভিযোগ করে বলেন, ‘আমার পিতামহ ভৈরব চন্দ্র কৈর্বত্ত্যের মৃত্যুর পর পৈত্রিক সম্পত্তি হিসেবে আমার পিতা শেখেরখীল মৌজার বি.এস মূল খতিয়ান-১১১৬, বি.এস নামজারী খতিয়ান-২৯৬৭, বি.এস ৪৮৪৩ দাগের ৪৭.৫৩ শতক সম্পত্তির মালিক হন। আমার পিতা মৃত্যুবরণ করলে আমিসহ আমার অপর দুই ভাই সম্পত্তির মালিকানা অর্জন করি। পরে আমরা উক্ত জমি তিন ভাইয়ের নামে বি.এস নামজারি খতিয়ান সৃজন করে শান্তিপূর্ণ ভোগ দখলে আছি। তথায় আমরা লোহার বেড়া স্থাপন করে চাষাবাদ ও গাছপালা রোপন করি। আমরা ভিন্ন ইউনিয়নের বাসিন্দা ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ায় আমাদের পৈত্রিকভাবে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্ব দখলের চেষ্টা করে আসামীরা। পরে আমি বদাী হয়ে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন। পরে এ আদেশের বিরুদ্ধে আসামীরা আপীল করলে বিজ্ঞ আদালত পূর্বের আদেশ বহাল রাখেন।’
তিনি আরো বলেন, ‘আসামীরা কিছুদিন শান্ত থাকলেও পরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমাদের দখলীয় জমি তাদের নিজেদের সম্পত্তি বলে দাবী করে আমার রোপনকৃত ধানের চারা এবং আমার সম্পত্তিতে দেওয়া পাকা পিলার, লোহার তারের ঘেরবেড়া ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। লুটকৃত ৩শ ফুট লোহার তারের বেড়া ও ৩৫ টি পাকা পিলার যার মূল্য ৮২ হাজার টাকা। আসামীরা কাগজপত্র কিছু না মেনে জোরপূর্বক জায়গা দখল ও আমাদেরকে খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে আমি মামলা দায়ের করি।’
এ বিষয়ে অভিযুক্ত ফরিদুল আলমকে মুটোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে আমি সম্পত্তি না পেলে এমনিই দাবী করছি? আমি ঘেরবেড়া লুটপাট করিনি। এটা নিয়ে আদালতে মামলা চলছে। মামলা ও তদন্তে যা আসবে তাই হবে।’
শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি