মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো-রিকশা চাপায় রুমাইসা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রামের মো: নেছার উদ্দীনের বড় মেয়ে। ঘটনাটি ঘটে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মহাসড়কের নতুন রাস্তার চৌদ্দগ্রাম বাজারস্থ স্কাইল্যাব হাসপাতালের সামনে।
পরিবার সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রাম মধ্যমপাড়ার মো: নেছার উদ্দীনের মেয়ে রুমাইসা আক্তার তার মা খালেদা আক্তারের সাথে ডাক্তার দেখাতে চৌদ্দগ্রাম স্কাইল্যাব হাসপাতালে যায়। ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপারের সময় মহাসড়কে অটো-রিকশা চাপায় পড়ে রুমাইসা গুরুতর আহত হয়। পরে তাকে চৌদ্দগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যুবরণ করে সে। রুমাইসা আক্তারের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দীন বলেন, মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশুর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।