রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,গহিরা ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহুম ও মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৯৬তম খোশরোজ শরিফ উপলক্ষে ১০টি এতিমখানায় খাবার বিতরণ ও ৭ম তম”তাজকেরা এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গহিরা আসাদ চৌধুরী বাড়ীতে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা সাজ্জাদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মীর শফিউল আলম নিজাম। প্রধান বক্তা ছিলেন মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক আনিসউল খান বাবর, মিনহাজুর আবেদীন,জাফর উল্লাহ্ চৌধুরী, সরোয়ার মোরশেদ চৌধুরী, কাজী হেলান উদ্দিন, এস এম তছলিম উদ্দিন, কাজী ওমর, মোহাম্মদ সুমন চৌধুরী, আলমগীর হোসেন, সালাউদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলামেন সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুনতাসির মামুন, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইমরান হোসেন। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা ফারুক। দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন মাওলানা ইউনুস রেজভী। পরে জিকিরে ছেমা মাহফিল পরিবেশেন করেন মরমি শিল্পী আরমান হোসাইন সাজ্জাদ।