1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সময়ের পূর্বেই স্কুল ছুটি ৫ শিক্ষককে কারন দর্শানো নোটিশ ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নারী কেলেঙ্কারির মহানায়ক উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানের বদলি :জনমনে অসন্তোষ ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : মখদুম সাব্বির-সম্পাদক রাজশাহীতে মেয়ের বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ   পৌর ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রামবাসীর তোপের মুখে পিছু হটলো প্রশাসন মাগুরায় যুবদল নেতা মিরান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ঐক্য জোট খুটাখালীর ব্যবসায়ী নাসির উদ্দীন বাবুলের বিরুদ্ধে মিথ্যাচার  ও হয়রানির অভিযোগ! ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে সময়ের পূর্বেই স্কুল ছুটি ৫ শিক্ষককে কারন দর্শানো নোটিশ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ ৫ জন শিক্ষককে নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগে কারন দর্শানো নোটিশ পাঠিয়েছেন রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিস। অফিস সূত্রে জানা গেছে, সম্প্রতি গত বুধবার ৪ ডিসেম্বর বিদ্যালয়টিতে পরিক্ষা অনুষ্ঠিত হয় । এতে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত রুটিনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার পূর্বেই নিয়মবহির্ভূত ভাবে স্কুল ছুটি দিয়ে বাসায় চলে যান শিক্ষকরা। ঐদিন ৪ ডিসেম্বর দুপুর ২ টা ৩৭ মিনিটে বিদ্যালয়ে তথ্য সংগ্রহে যান স্থানীয় সাংবাদিকরা,এ সময় দেখা যায়, সাংবাদিকদের সামনে একজন শিক্ষক পতাকা নামাচ্ছেন পুরো স্কুল ফাঁকা কোন শিক্ষার্থী নেই । শিক্ষার্থী ও শিক্ষকরা কেন স্কুলে নেই ,এমন প্রশ্নে অবস্থানরত শিক্ষক যোগেশ্বর রায় বলেন, স্কুলে পরীক্ষা শেষ তাই সবাই চলে গেছে ,আমিও চলে যাচ্ছি একা থেকে কি করবো। সে সময় সাংবাদিকরা মুঠোফোনে রানীশংকৈল উপজেলা সহকারী শিক্ষা  অফিসার জাহিদ হোসেনের সাথে কথা বলেন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটির বিষয়টি অবগত করলে তিনি বলেন, ওটা আমার ক্লাস্টার এর অধীনে, আমি গতকাল স্কুল পরিদর্শন করেছি , নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটি দেওয়ার কোন নিয়ম নেই ,যদি কোন স্কুলে এধরনের ঘটনা ঘটে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আমার সাথে অত্র স্কুলের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের কাজে উপস্থিত আছেন । এদিকে সম্প্রতি গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বরে রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে গণ কর্মচারী শৃঙ্খলা ( নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ২০১৯ এর ধারা ৪ এর ২(১) মোতাবেক ১ দিনের বেতন কর্তন সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ  কেন করা হবে না, মর্মে শোকজ নোটিশে উল্লেখ করে ৫ জন শিক্ষককে নোটিশ পাঠিয়েছেন শিক্ষা অফিস।  এ বিষয়ে রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন বলেন, নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় ছুটি কাম্য নয় ,আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আমরা নিয়মিত মনিটরিং করছি । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভরনী কান্ত রায় বলেন, আমি স্কুলে দায়িত্ব দিয়ে অফিসের কাজে চলে এসেছি ,আসলে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ৩ মাস থেকে পালাতক আমি আপাতত মৌখিকভাবে দায়িত্ব পালন করছি , এ রকম কিছু হলে আমি দেখবো। শোকজ নোটিশের সত্যতা নিশ্চিত করেন সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন । এদিকে নির্দিষ্ট সময়ের পূর্বেই স্কুল ছুটির বিষয়টি দায়িত্বহীনতার পরিচয় দেয় বলে, মন্তব্য করছেন স্থানীয়রা সহ সুশীল সমাজের লোকজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net