ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪’ উপলক্ষে আজ(৯ডিসেম্বর)সকাল ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দুর্নীতি বিরুধী র্র্যালী,রচনা প্রতিযোগীতা,আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল,উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রনয়ণ ভুষন দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আকতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন, শ্রীপুর উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি লেখক রানা মাসুদ,কমিটির সদস্য আমির সিরাজি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ‘নতুন বাংলাদেশ’কে দুর্নীতিমুক্ত, সুশাসিত, জবাবদিহিমূলক করে দেশের অভীষ্ট অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম।
রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভায় প্রধান অতিথি এবারের দুর্নীতি বিরোধী দিবস উদযাপনের প্রেক্ষাপটকে ব্যতিক্রমী উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশ এর অভীষ্টের মূল কারিগর তরুণ প্রজন্ম। নজীরবিহীন রক্ত ও বহুমাত্রিক ত্যাগের বিনিময়ে সূচীত রাষ্ট্রসংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনকে জোরদার করার তাগিদ দেন উপস্হিত সুধীজনদের।
তিনি বলেন,অর্থ লেন-দেনের মধ্যে দুর্নীতি সীমাবদ্ধ না।অতিরিক্ত ক্ষমতা প্রদর্শন আর ক্ষমতা থাকা সত্বেও না দেখানোও দুর্নীতির হিসেবে ধরা যেতে পারে। সরকার, রাজনৈতিক দল ও সকল অংশীজনের কাছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা যা নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল অপরিহার্য।
তিনি আরোও বলেন, আমরা আশা করি, দুদকের পাশাপাশি রাষ্ট্রকাঠামোর জন্য অপরিহার্য অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের মাধ্যমে এমন অবকাঠামো তৈরি হবে যাতে ভবিষ্যতে নির্বাচিত সরকারসমূহ দলীয় রাজনৈতিক বা আমলাতান্ত্রিক প্রভাব খাটিয়ে দুর্নীতির অনুকূল পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হবে।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যে একতা,গড়বে আগামীর শুদ্ধতা।’ এই প্রতিপাদ্যে এ বছর দিবসটি উদযাপন করছে শ্রীপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।
আলোচনা শেষে দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতার অংশ গ্রহনকারীদের মধ্য হতে ৫জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সুন্দর হাতের লেখার জন্য শ্রীপুর সাহিত্য পরিষদের সৌজন্যে একজন প্রতিযোগীকে পুরুস্কৃত করা হয়।