1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ ! সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার এক পরিবারের বিরুদ্ধে ১০ মামলা- প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার!

ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

১৮ডিসেম্বর রোজ বুধবার গাজীপুরের শ্রীপুরে উদ্যোগক্তা পরিবারে আয়োজনে তিনদিনব্যাপী বিজয় মেলার ক্রেস্ট প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ মুক্তমন্ঞে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উদ্যোগক্তা পরিবারের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমাদের সভাপতিত্বে হাসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে কার না ভালো লাগে! বর্তমান সময়ের সবচেয়ে চাহিদার কিংবা আকর্ষণের একটি কাজ হচ্ছে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা। ব্যবসা কিংবা চাকরি যেকোনো জায়গাতেই মানুষ চায় নিজেকে কিছুটা আলাদাভাবে উপস্থাপন করতে। তাই তো বর্তমান সময়ের তরুণ তরুণীদের আকর্ষণের একটি জায়গা হচ্ছে নিজেকে উদ্যোক্তার আসনে দেখা।শ্রীপুরে উদ্যোক্তা পরিবার মহান বিজয় দিবসে মেলা এবং প্রত্যেক স্টল মালিকদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের কর্মের দৃষ্টান্ত দেখালেন।

তিনি বলেন,আপনারা উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ার চিন্তা করে থাকেন তবে আপনাদের লক্ষ স্হির করতে হবে।প্রচারের মাধ্যমে একটি নেওয়ার্ক তৈরি করতে হবে।থাকতে হবে আত্নবিশ্বাস ও কঠোর পরিশ্রম।ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব।একজন উদ্যোগতার সবশেষ যা লাগে তা হচ্ছে মুলধন।শ্রীপুর উদ্যোগক্তা পরিবারের সকল দাবী গুলো উপজেলা প্রশাসনের পক্ষ হতে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন প্রধান অতিথি।

বিশেষ অথিতির বক্তব্যে শ্রীপুর উপজেলা আমীর মাওঃনুরুল ইসলাম বলেন,স্বপ্ন দেখুন আকাশ ছোয়া,তবে বাস্তবায়ন হবে অনেকাংশই।

তিনি বলেন,উদ্যোক্তা হওয়ার মতো সাহস দেখাতে পারে খুব কম মানুষ। ঝুঁকি থাকবেই, তবে মনকে সেভাবেই গড়তে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে হলে প্রথমেই প্রয়োজন মনের মাঝে সৃজনশীলতা, নেতৃত্বের ক্ষমতা এবং আকাঙ্ক্ষা গড়ে তোলা।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন,উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করেন। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। টাকা নেই, আমাকে দ্বারা ব্যবসা হবে না, বিশ্বস্ত মানুষ পাব কই, পরিবারে ব্যবসা করেনি কেউ, আমি কি পারব? আমার জিনিস কিনবে কে—এসব সাত পাঁচ ভেবে অনেকেই এক ধাপ এগিয়ে তিন ধাপ পিছিয়ে যান।

ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর জামায়াতের আমীর ডাঃআনিছুর রহমান,পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও মুনসুর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা মেলায় স্টল নেয়া ৪০জন ক্ষুদ্র উদ্যোগক্তা এবং আয়োজক উদ্যোগক্তাদেরকে ক্রেস্ট প্রদান করে উৎসাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম