1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। ভারত যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে। এটা দুটি  দেশের জন্য ভালো না - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে ! ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীর নাম ! ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার ! মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন : ঠাকুরগাঁওয়ে ইউএনওর নির্দেশে হাটে অতিরিক্ত টোল আদায়

বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। ভারত যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে। এটা দুটি  দেশের জন্য ভালো না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে, সুশীল ফোরাম।  গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

অবস্থান কর্মসূচি টি   সুশীল ফোরাম সভাপতি মোঃ জাহিদের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য ডাঃ আল হাসান মোবারক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, জাগপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আসাদুজ্জামান আসাদ, সুশীল ফোরামের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেত্রীবৃন্দ।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি বক্তব্যে  বলেন  বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় নি।
সম্প্রিতি  ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত এদেশের ছাত্র জনতা ।
মনে রাখবেন এই জাতির আগামীর ভবিষ্যৎ দেশ নেতা  তারেক রহমান। এই সত্য কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখেন  তাহলে মীমাংসা এত তাড়াতাড়ি হবে। আর যত খোঁচাখুঁচি করবেন তত শত্রুতা বাড়বে। এটা দুটি  দেশের জন্য ভালো না।

গত সোমবার (২ ডিসেম্বর২০২৪ ইং ) জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যোগে ‘দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলার অবনতির’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি আরও  আমাদের পার্শ্ববর্তী দেশ গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ সৃষ্টির পাঁয়তারা করছে।

ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কে কোন দিন মানতে চায় নাই। আমি ঐ দেশকে স্পষ্টভাবে বলতে চাই  বাঙালি জাতি কারও কাছে মাথা নত করার জাতি না। যদি মনে করেন চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে তাহলে তারা ভুল ভাবছেন।


এসময় আরও বলেন, এই কঠিন সময় জাতির ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার। ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব ।

আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখার কথা উল্লেখ করে তিনি  বলেন, বাংলাদেশের  আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় চলছে।
বাংলাদেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কর্মসূচির নাম না বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির করার পাঁয়তারা করে চলেছে ।
এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ভূমিকা রাখার কথা থাকলেও  এই বিষয়ে  অনেকটাই দুর্বল ভূমিকা পালন করছে । পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা  অনেকটাই নিষ্ক্রিয় ভাবে চলছে । দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখা  দরকার।

সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুজ্জামান আসাদ, কৃষক দল নেতা এসকে সাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম