নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ নবগঠিত ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আহবায়ক কমিটি আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও দোয়া করেন। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব,
গত ২৫ ডিসেম্বর ২০২৪ ইং বিকালে বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া এবং পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর নবগঠিত ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহীদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, ডাঃ আল হাসান মোবারক, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, ঢাকা মহানগর (উত্তর) এর আহবায়ক মামুন রানা, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর (উত্তর) এর সদস্য সচিব এম. এ. শাফাত আহমেদ, যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার সাব্বির মাহমুদ আলী, আব্দুল্লাহ আল মাসুম, জি. কে. ইখতিয়ার উদ্দিন প্রবাল, শাহরিয়ার হোসেন ইফতি,
শেখ হোসেন আনসারী, ঢাকা মহানগর (দক্ষিণ) এর আহবায়ক ডাঃ নুরুল আমিন হাওলাদার, যুগ্ন-আহবায়ক শওকত আলী গুড্ডু, মোঃ ইমরান, সদস্য সচিব মোহাম্মদ লাভলু, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল এবং মিরপুর থানা, দারুসসালাম থানা, পল্লবী থানা, শেরেবাংলা নগর থানা, ভাটারা থানা, রূপনগর থানা, খিলক্ষেত থানা সহ উত্তর ও দক্ষিণ এর বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, গতকালই প্রথম ছাত্রজনতার গণঅভ্যুত্থানে জুলাই বিপ্লবের পর কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-এর কেন্দ্রীয় প্র তিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব এর স্বদেশ প্রত্যাবর্তনের পর মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত।
সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত না হওয়া একজন ক্রীড়া প্রেমী মানুষ ছিলেন মরহুম আরাফাত রহমান কোকো, এরপরও তার উপর করা হয়েছিলো জেল-জুলুমসহ নানানভাবে শারীরিক ও মানসিক নির্যাতন, অমানবিক নির্যাতনের পর অসুস্থ ছিলেন দীর্ঘদিন। গত ২০১৫ সালের ২৪শে জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রতিহিংসা ও অপরাজনীতির ধারাবাহিকতায় এই মৃত মানুষের কবর নিয়েও করেছিলো তখন নানান টালবাহানা, দেশে এসে একমাত্র ছোট ভাইয়ের জানাযায় অংশ নিয়ে শেষ বিদায় জানানোর সুযোগও দেওয়া হয়নি মরহুম কোকোর বড় ভাই, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।