1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসার   ৩০ কুরআন হিফজ সবক সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৫  ১৩ পদে ২৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত নকলায় মহান বিজয় দিবস পালিতনকলায় মহান বিজয় দিবস পালিত সৈয়দপুরে নদী দূষণ ও সরকারি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন  মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বুতীপুরে আশা‘র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক কুবিতে বিজয় দিবসে রীতি ভঙ্গ, শিক্ষার্থীদের ক্ষোভ বিজয় দিবসে শ্রীপুরে জামায়াতের বিশাল র‍্যালি, বিকালে প্রশাসনের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসার   ৩০ কুরআন হিফজ সবক সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ বার

মোঃ ইমরান হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ

কুরআন হিফজ সবক সমাপ্তি ও বার্ষিক ফলাফল ঘোষনা এবং সেরা শিক্ষার্থীদের মাঝে  পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা ।

গত ১২ ডিসেম্বর ২০২৪ ইং বৃহস্পতিবার
মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা হাবিবুল্লাহ রোড, ইব্রাহিমপুর কাফরুল ঢাকায় বাদ এশা মসজিদ কমপ্লেক্স ৩ য় তালায় ৩০ পারা পবিত্র কুরআন হিফজ সবক সমাপ্তি ও বার্ষিক ফলাফল ঘোষনা এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।


প্রিন্সিপাল মোঃ আব্দুল আলীম এর সঞ্চালনায়া এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, আদমজী স্কুল এন্ড কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাঃ শাহ মোঃ আলী সফী, (বিশিষ্ট  সমাজ সেবক, মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য )।

ডাঃ আল হাসান মোবারক (সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা,  ঢাকা মহানগর উত্তর), মোঃ বিপ্লব মাদ্রাসা কমিটিও দাতা সদস্য আরও উপস্থিত ছিলেন কারী  মোঃ ইমরান হোসেন  কার্যকারী সদস্য ঢাঃমঃউ (ihrjs)  প্রমূখ।

এসময় প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন,
আল কুরআন এমন একটি গ্রন্থ সমাজতন্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান,  অর্থনীতি,  গনিতশাস্ত্র , জ্যোতিষ বিজ্ঞান , সর্বপরি আল কুরআন  বিজ্ঞানীদের একটি  গবেষণার মহা গ্রন্থ।


আমি আপনাদেরকে বলবো আল কুরআন শাব্দিক গঠনশৈলী, বিজ্ঞানিক,গানিতিক,বাস্তবিক   অলংকরণে সাজানো গ্রন্থ যা পৃথিবীর অন্য কোন গ্রন্থ বা ধর্মগ্রন্থে নাই সুতরাং এটি নিঃসন্দেহে মাহন সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে এসেছে।
তিনি বলেন আমি কুরআনের তফসির শুধু গনিত বিষয় দিয়ে তাফসির করতে পরবো।


আপনার জানেন আল কুরআনের  সবচেয়ে ছোটো সূরা হলো সূরা কাউসার। এতে গনিতের  আর এইসূরা কাউসারে দশ সংখ্যা পেয়েছি
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِي

إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ

فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَ
সূরা কাওসার পবিত্র কোরআন শরীফের সবচেয়ে ছোট এবং অত্যন্ত ফজিলতপূর্ণ সুরা । এই সুরা কোরআন শরীফের ১০৮ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩ এবং রুকুর সংখ্যা ১। এছাড়া এই সূরাটি ১০টি শব্দ এবং ৪২টি অক্ষর নিয়ে গঠিত।
ইন্না আ’তাইনা-কাল কাওছার। এখনে শব্দ সংখ্যা ৩ আক্ষর সংখ্যা  ১০

ফাসালিল লিরাব্বিকা ওয়ানহার। এখনে শব্দ সংখ্যা ৩ আক্ষর সংখ্যা  ১০
ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।
এখনে শব্দ সংখ্যা ৪ আক্ষর সংখ্যা  ১০ আবার
এই সূরার আপনারা বলতে পারেন বর্ণ তো আরও বেশী আমি জানিতা এখানে আল্লাহ আরবি বর্ণের সর্বপরি দশটি বর্ণ ব্যবহার করেছে। এভাবে এই সূরায় তিনটি আয়াতে শেষের শব্দ “র” দিয়ে শেষ করেছে, আবার পবিত্র কুরআন শরীফ আল্লাহ সুবহানাল্লাহতাালা ১১৪ সূরার মধ্যে  এমন দশটি ছোট ছোট সুরা আছে যেখানে  “র” বর্ণ দিয়ে শেষ হয়। যেমন সুরা আছর ও সূরাতুল কদর। তাহলে বুঝা যায় কুরআনুল কারিমে আল্লাহ থেকে আসা কোন মানুষের তৈরী নয়।
তোমরা আল্লাহর এই কিতাব জেহেনে ধারণ করবে এটি আল্লাহর বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা সকলকে এই রহমত দান করেন না।

বক্তব্য শেষ  পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে শুরু হয় এতে যে সকল শিক্ষার্থীদের শতকরা ৯০ ভাগ এর উপরে  পরিক্ষার নাম্বার পেয়েছেন তাদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
এসময় শিক্ষার্থীদের গার্ডিয়ান গণ উপস্থিত ছিলেন। দেয়া ও তবরক বিতরণ মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম