রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
মহান বিজয় দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বুতীপুরে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋন প্রদানকারী সংস্থা আশা‘র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋন প্রদানকারী সংস্থা আশা‘র উদ্যোগে দেশব্যাপী ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দেশব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দিনাজপুরের পার্বুতীপুর উপজেলার আশা বছির বানিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে স্থানীয় ৫টি ইউনিয়নের ২ শতাধিক বিভিন্ন বয়সী মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এছাড়াও ৫ থেকে ১৫ বছর বয়সী কিশোর ও কিশোরীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় শংকরপুর ইউপি“র সাবেক ইউপি চেয়ারম্যান মো: আফসার আলী।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন আশা চিরিরবন্দর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার বিক্রম জিৎ বিভাষ মিশ্র, বছিরবানিয়া স্বাস্থ্য কের্ন্দ্রের ডা: মো: গোলাম সারোয়ার, ব্রাঞ্চ ম্যানেজার মো: সাইদুর রহমান, প্রভাষক মো: মিজানুর রহমান, শিক্ষক মো: আজিজুল হক ও ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার মো: সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যামান্য ব্যক্তিরা। দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি রক্তচাপ পরিমাপ,ডায়াবেটিস পরীক্ষা এবং ৫- ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের মাঝে বিনামুল্যে কৃমিনাশক ঔষুধ খাওয়ানো হয়। আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (সিএসআর) কার্য্যক্রমের আওতায় বছরে কয়েক লাখ মানুষকে স্বাস্থ্য,শিক্ষা,ত্রাণ,শীতবস্ত্র,স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে, যার অর্থ সংস্থার উদ্বৃত তহবিল থেকে জোগান দেয়া হয়।
রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর
তাং ১৭-১২-২৪ ইং