1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুর থেকে সার পাচারকালে ৪০ বস্তা সার আটক,ভ্রাম্যমান আদালতে জরিমানা! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব

মাগুরার শ্রীপুর থেকে সার পাচারকালে ৪০ বস্তা সার আটক,ভ্রাম্যমান আদালতে জরিমানা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলার সরইনগর গ্রাম থেকে রোববার দুপরে পাচারকৃত ৪০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। শ্রীপুর উপজেলার কৃষকদের জন্য বরাদ্ধকৃত সার অবৈধভাবে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে পাচার করার দায়ে ভ্রাম্যমান আদালতে বাবু (৪৫) ও বাচ্ছু মিয়া (৪৮) নামে দুইজন পাচারকারীকে ১৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া বাজারের খুচরা সার ব্যবসায়ী বাবুসহ বিভিন্ন অসাধু সার ব্যবসায়ীগণ সরকার অনুমোদিত বিসিআইসি সার পরিবেশকদের কব্জায় নিয়ে তাদের নিকট থেকে ন্যায্যমূল্যে সার কিনে অধিক লাভের আশায় এই এলাকার সার পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারের অসাধু ব্যবসায়ীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। তারই ধারাবাহিকতায় রবিবার দুপরে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারের সার ব্যবসায়ী বাচ্ছু মিয়া শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারের সার ব্যবসায়ী বাবু মোল্লার দোকান থেকে ৪০ বস্তা ডিএপি সার কিনে ইঞ্জিনচালিত নসিমন বোঝায় করে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ।

পথিমধ্যে শ্রীকোল বাজারে পার্শ্ববর্তী সরইনগর গ্রামের মাঝামাঝি পৌঁছালে সাংবাদিকদের সহযোগিতায় স্থানীয় লোকজন সার বোঝায় নসিমন গাড়ীটি আটকে দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা সঙ্গীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মনোজ কুমার ও বোরহান উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি জব্দ করেন। পরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর নির্দেশে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে সার পাচারের অভিযোগে সার বিক্রেতা বাবুকে ৫ হাজার টাকা ও সার ক্রেতা বাচ্ছুকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সার সরকার অনুমোদিত বিসিআইসি সার পরিবেশকদের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।
এবিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, উপজেলার বিসিআইসি সার ডিলারদের সাথে বৈঠক করে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে
কোন প্রকার সার পাচার না হয়। আর কৃষকদের চাহিদাপূরণ এবং সার পাচাররোধে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক মাঠে থেকে কাজ করবে। সার নিয়ে কোন প্রকার অসদুপায় অবলম্বন করলে কোন পরিবেশককেই আর ছাড় দেওয়া হবে না, তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম