মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।
মাগুরা জেলা খেলাফত মজলিসের আহবায়ক হাফেজ মাওলানা আবু তালেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব আবু আব্দুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, খেলাফত মজলিসের নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান, খেলাফত মজলিস নেতা মাওলানা হাবিবুর রহমান, ডঃ মাওলানা সামসুজ্জামান, মাওলানা ফয়জুল ইসলাম মনিরসহ আরও অনেকে।
সভাশেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং, ১৪/১২/২০২৪ ইং