মােঃ সাইফুল্লাহ ;
মাগুরা জেলায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে মাগুরা জেলার মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার – প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
সভায় সরকারী -বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ,ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ জেনারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা সমন্বয়কারী শিউলী আক্তার ও মোঃ তৌহিদুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/১২/২০২৪ইং