মোঃ সাইফুল্লাহ ;
মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে শনিবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোকাদ্দেস মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম জোয়ার্দার।
শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল মোল্যার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খাজা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহুরুল হক মিলন, শ্রীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আজম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঈন হোসেন, সদস্য মিনার বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসেম আলী লস্কারসহ অন্যরা।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/১২/২০২৪ইং