1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুক্তিযোদ্ধা সংখ্যালঘু পরিবারের উপর এসডিও কর্মীর হামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ ! সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার এক পরিবারের বিরুদ্ধে ১০ মামলা- প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার!

মুক্তিযোদ্ধা সংখ্যালঘু পরিবারের উপর এসডিও কর্মীর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর এলাকায় এফডিআরের টাকা চাইতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে এনজিও’র কর্মীরা। এতে চিৎকার চেচামেচি টের পেয়ে আহতাবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

১১ ডিসেম্বর ( বুধবার)  বিকেল ৪ টায় এই হামলার শিকার হন তারা। এতে ১৫ ডিসেম্বর গোদাগাড়ী মডেল থানায় উপস্থিত হয়ে শ্রী রমেশ চন্দ্র দাস বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এতে এসডিও’র নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ (৫৫), এসডিও’র পরিচালক মোসাঃ জান্নাতি(৩০) ও এসডিও কার্যালয়ের মালিক বাবলু মিয়াসহ (৫০) ৩ জনকে অজ্ঞাত হিসেবে  বিবাদী করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাসুদেব পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী রমেশ চন্দ্র দাস এসডিও নামক একটি এনজিওতে ২০২১ সনের ১৪ আগষ্ট ৬ লক্ষ টাকার একটি এফডিআর করেন। কিছুদিন যেতেই টাকার প্রয়োজন হয় পরিবারটির। প্রয়োজন অনুযায়ী এসডিওর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদকে টাকা উত্তোলনের কথা জানানো হয়। কিন্তু নানা তালবাহানা করে ভুক্তভোগী পরিবারকে ঘোরাতে থাকে। ঘুরাঘুরির পর কয়েকবারে ৫ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৪০ হাজার টাকা দেওয়ার কথা বলে ১১ ডিসেম্বর অফিসে ডেকে পাঠান শ্রী রমেশকে। টাকা নিতে গেলেই ঘটে বিপত্তি। অফিসের দরজা বন্ধ করে উপুর্যপুরি মারধর করে ছিলা, ফোলা ও রক্তাক্ত করে দেয় তাদের। এতে আহত হন, শ্রী রমেস চন্দ্র দাস ( ৭২ ),ছেলে শ্রী শ্যামল চন্দ্র দাস (৩৫),
বউমা শংকরী সাহা (৩০) ও নাতনী ৩ বছর  বয়সের জয়া।
শংকরী সাহা জানান, আবুল কালাম আজাদ আমার শাড়ী ধরে টেনে হিচড়ে আমাকে মারধর করে এবং আমার ছোট বাচ্চাটাকেও লাথি মেরে ফেলে দেয়। আমার বাচ্চাটার পায়ের বেশকিছু জায়গায় কেটে গেছে। সে অনেক ব্যথা পেয়েছে। আমার শশুর, শাশুরী এবং আমার স্বামীকেও মারধর করেছে তারা। এছাড়াও আমার গলার ১০ আনা স্বর্নের চেইন ও আমার শশুরের পকেটে ৩২ হাজার ৩ শ টাকা ছিনিয়ে নেই তারা।

এ বিষয়ে জানতে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনকে ফোন করলে তিনি বলেন, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম