নিজস্ব প্রতিবেদক :-
রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান করে
গত সোমবার ডিসেম্বর ২০২৪ ইং রাজশাহীর মোহনপুর থানার কেশরহাটে মানবসেবা অভিযান কেশরহাট শাখার আয়োজনে ও লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন এর সহযোগিতায় সংস্থার দুঃস্থ ও অসহায় সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান করে।
এছাড়াও এসময় সংস্থার দুঃস্থ সদস্যদের শীত নিবারনে মোট ৫০ টি কম্বল ও ০২ জন কে ৬০০০/ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করে ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী জনাব মোঃ খায়রুল আলম মুকুল,মানবসেবা অভিযানের কার্যনির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ রাশেদুল কবির,বিশিষ্ঠ সমাজসেবক ডাঃ মোঃ হাফিজুর রহমান নওহাটা এরিয়ার এলাকা ব্যবস্থাপক জনাব মোঃ হাসিমুদ্দীন সরকার টেবলু, কেশরহাট শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ সহ কেশরহাট শাখা মাঠ সংগঠকগন।