ফজলে মমিন,শ্রীপুর( গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়িতে আগুনের ঘটনায় একটি টিনের ঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার বাঘমারা মাদ্রাসা সংলগ্ন হারুন অর রশীদ এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হারুন অর রশীদ জানান, আগুনের সূত্রপাত কিভাবে হলো তা ধারণা করতে পারিনি ওই ভুক্তভোগী। স্থানীয়রা জানান, ওই রাতে হঠাৎ করে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে এই আগুন বাড়ির বৈদ্যুতিক তার বেয়ে বাড়ির একটি আগুন ঘরে ছড়িয়ে পড়ে।
এতে মুহূর্তেই ঘরটিসহ সব পুড়ে ভস্মীভূত হয়। এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎক্ষণিক আগুন নেভানো সম্ভব হয়নি। এতে নগদ টাকা এবং দুটি ফ্রিজ, খাট- তোষকসহ ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়।
রুমা নামের এক নারী জানান, ঘরে আমার সেলাই মেশিন ও লাখ টাকার কাপড় ছিল। এগুলো সহ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকাও পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।