মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
”নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক
কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে ৪ জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়।
তারা হলেন অর্থ নৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সেফালী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ফাহিমা আক্তার, সফল জননী নারী চায়না রানী মন্ডল ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নাজমা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শবনম সুলতানা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,
উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট
ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
মোঃ হামিদুল ইসলাম লিংকন