রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ দলইনগর শাখার উদ্যোগে পৌষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর ৯৬ তম খোশরোজ শরীফ উপলক্ষে খতমে কুরআন, তাওয়াল্লাদে গাউসিয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ই ডিসেম্বর- বুধবার দক্ষিণ দলইনগর শাখার সভাপতির বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী (রাসেল)। অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক আনিস উল খাঁন বাবর, মিনহাজুর আবেদীন, মোহাম্মদ জাফর উল্লাহ চৌধুরী, মাওলানা সাজ্জাদ হোসাইন, রাউজান প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, নাজিম উদ্দিন, মোঃ নুরুদ্দিন চৌধুরী, গোলাম রাজ্জাক, সাইফুল আলম ও আবুল কাশেম প্রমুখ।