হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ)
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় র্যাব-৯ এর সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত, পলাতক আসামি রায়হান উদ্দিন (২২), তিনি নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের বাসিন্দা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখ রাত ৯টা থেকে ১০টার মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোস্তাকিম মিয়াকে তার শয়নকক্ষে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। হত্যার পর আসামিরা পালিয়ে যায়। নিহতের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নম্বর-১৩/১৯৫) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা অনুযায়ী নথিভুক্ত হয়।
র্যাব-৯ জানিয়েছে, তারা বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, হত্যা মামলা, চাঁদাবাজি ও জঙ্গিবাদ প্রতিরোধে এ বাহিনী শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি নিয়ে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম
নবীগঞ্জ (হবিগঞ্জ)