মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পার্শ্বে খালে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাড়ির পার্শ্বের খালে এ ঘটনা ঘটে । নিহত লামিয়া আক্তার (৭) দূর্গাপুর গ্রামের আবু কালাম এর মেয়ে । স্থানীয়রা জানায়, বিকালের দিকে মেয়েটি ঐদিকে খেলতে গিয়ে খালটিতে পড়ে যায় । ঐদিকে আর একটি ছোট্ট ছেলে খেলতে গেলে তাঁর লাশটি দেখতে পায় এবং চিল্লাচিল্লি করে । চিল্লাচিল্লি শুনে তাঁকে খালটি থেকে তোলা হয় ।
নিহত শিশুর বাবা আবু কালাম বলেন, আমার মেয়ে খেলতে গিয়ে পানিতে পড়ে সেখানেই মারা যায় ।
বালিয়াডাঙ্গী থানার তদন্ত ওসি দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে ।