বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীতে ‘পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বাঁশখালী আইডয়াল স্কুল এন্ড কলেজের হলরুমে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী, কনকর্ড লিজিস্টিক্সের সিইও মো. সোলতানুল আনিছ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যনির্বাহী সদস্য এস.এম ফাহাদ চৌধুরী, বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম, আইডিয়াল স্কুলের ই.ডি জুনাইদুল চৌধুরী, ফয়জুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামিমুল হক ফাহিম, সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসাইন।
প্রধান অতিথি শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রমকে সাধুবাদ জানান। সংগঠন ও সংশ্লিষ্ঠ সকলকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। মানবিক কাজগুলো অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ হাসান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, আফরাজুর রহমান আদনান, সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক এহাছান হাবিব, ত্রাণ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক মো. সাঈদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি
২২.১২.২০২৪ খ্রিঃ