মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান মোল্লা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানসহ অন্যরা।, অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিএনপি জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪/১২/২০২৪ ইং