মোঃ সাইফুল্লাহ
শ্রমিক- জনতার স্বার্থ রক্ষায়,ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প নেই” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার বিকেলে মাগুরা শ্রীপুরের খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার দ্বী- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান, ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা রিকশা -ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ফখরুদ্দিন মিজান, ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার আরেক উপদেষ্টা শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, ফেডারেশনের শ্রীকোল ইউনিয়নের উপদেষ্টা এম হাসিবুর রহমান রিপন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মুক্তার হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের মাগুরা জেলা শাখার অন্যতম উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম, ফেডারেশনের জেলা সেক্রেটারী মোঃ সাজ্জাদুর রহমান, ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ মাহমুদ, ফেডারেশনের শ্রীপুর উপজেলার অন্যতম উপদেষ্টা কাজী আব্দুল আউয়াল সবুর,মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা অলিউডর রহমান, মাওলানা ইনছান আলী, শ্রমিক নেতা আব্দুল হামিদ, মোঃ শফিকুল ইসলামসহ অন্যরা।
সম্মেলনে ২০২৫- ২৬ সেশনের জন্য মোঃ মুক্তার হুসাইন কে সভাপতি এবং মোঃ মোজাফফর হোসেন মুন্নাকে সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৮/১২/২০২৪ইং