1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জমে উঠেছে মাসব্যাপী তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ “প্রেস বিজ্ঞপ্তি” ৯২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নবী হোসেন এর মাতা ইন্তেকাল করায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এর শোকবার্তা ঠাকুরগাঁওয়ের পৌরসভায় ৮ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধভাবে চলছে ! প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো তাই মানতে হবে’–কুবি শিক্ষার্থীকে সমন্বয়ক কুবিতে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করবে এনআরবিসি ব্যাংক ভাষাশহিদ অহিউল্লাহ’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন —-অধ্যাপক এম এ বার্ণিক শ্রীপুরে গাঁজা সহজ স্বামী স্ত্রী আটক ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু !

রাউজানে জমে উঠেছে মাসব্যাপী তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার

রাউজান প্রতিনিধি:

রাউজান সরকারি কলেজ মাঠে জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটিরশিল্প মেলা। ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা। শুরুতেই মেলায় দু”একদিন তেমন একটা দর্শনার্থীর ভীড় দেখা না গেলেও এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

রাউজান সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত মাসব্যাপী এ মেলায় বিকেল হতে না হতেই দর্শনার্থীদের ভীড়ে গমগম করতে থাকে।সন্ধ্যায় নানা রঙের বৈদ্যুতিক আলোয় ঝলমল করে উঠে মেলা প্রাঙ্গণ।মেলায় শিশু থেকে শুরু করে নানা বয়সের দর্শনার্থীরা তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটিরশিল্পের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন। সাধ্যমত কিনছেন নানা ধরনের সৌখিন বস্ত্র ও কুটির শিল্পের পণ্য।এসব স্টলে কুটির শিল্পের তৈরি বিভিন্ন পণ্য, দেশীয় তাঁতের শাড়ি, নারীদের জন্য থ্রি-পিস, ওড়না, হাতের তৈরি বিভিন্ন ভ্যানিটি ব্যাগ, ইমিটেশন ও কসমেটিক্স সামগ্রীসহ বাচ্চাদের খেলনা কিনতে ক্রেতারা ভীড় করছেন। এছাড়া মেলায় আর্কষণীয় করেছে শিশুদের জন্য তৈরি নাগর দোলা,ঝুলন্ত নৌকা সহ হরেক রকমের দোলনা। এতে আনন্দে মেতে উঠেন শিশু কিশোরেরা।

পরিবার পরিজন নিয়ে মেলা দেখতে আসা দর্শক জাহাঙ্গীর আলম বলেন, রাউজানে তেমন কোন বিনোদনের স্থান নেই। পরিবার পরিজন নিয়ে বের হওয়ার মত কোন পরিবেশ নেই। তাই ছেলে মেয়ে নিয়ে মেলায় ঘুরতে এসেছি।শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে এমন মেলা আয়োজন জরুরী।

আয়োজকরা জানিয়েছেন, গত শুক্রবার মেলায় সবচেয়ে বেশি দর্শনার্থী এসেছেন। এদিনের পর থেকেই বিক্রিও বেড়েছে। মেলা শুরু হয় সকাল থেকে। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চলেছে পণ্য বিক্রি। মেলায় রয়েছে শতাধিক দোকান। এতে নানা বয়সের দর্শনার্থীরা তাদের পছন্দের মতো পণ্য কিনছেন। এতে বিক্রেতারা খুশি মনে বেচাকেনা করছেন।মেলায় যেন কোন ধরনের অপ্রিতিকর কোন ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থ্য। সকালে মেলা শুরু থেকে রাতে মেলা শেষ না হওয়া পর্যন্ত সেখানে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন একদল পুলিশ সদস্য।পাশাপাশি মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবক প্রতিনিয়ত মেলার শৃংখলা রক্ষায় নিয়োজিত রয়েছে।

মেলা আয়োজক কমিটির আহবায়ক পৌর বিএনপি নেতা সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু জানান, গত ২০ ডিসেম্বর থেকে রাউজান কলেজ মাঠে মাসব্যাপী এই মেলা শুরু হয়েছে। মেলাটিকে অশ্লীলতা, জুয়ামুক্ত করা হয়েছে। এ ছাড়াও রয়েছে পুলিশ নিরাপত্তাসহ একদল স্বেচ্ছাসেবক। মেলায় আসা ক্রেতারা নিরাপত্তার মধ্যে ঘোরাঘুরিসহ কেনাকাটা করছেন। যাতে মেলায় আসা নানা বয়সের দর্শনার্থীদের কোন রকম সমস্যা যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম