মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিজয় দিবস পালিত হয়েছে। ৫১ তোপ ধ্বনীর মাধ্যমে দিনটির শুভ সুচনা হয়। সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রসাশনের আয়োজনে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, শহিদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা দেয়া হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান এর সভাপত্বি, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমারত হোসেন, উপজেলা বিএপির সভাপতি মো: আব্দুর রহমান ফরাজি ও সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা জামাতে আমির মাওলানা কবির হুসাইন, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব, স্কুল-কলেজ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশগ্রহন করেণ।