1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"শ্রীপুরে মহান বিজয় দিবস" মহান মুক্তিযোদ্ধাদের স্পিড়িটকে আমাদের সমুন্নত রাখতে হবে-ব্যারিস্টার সজিব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ “প্রেস বিজ্ঞপ্তি” ৯২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নবী হোসেন এর মাতা ইন্তেকাল করায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এর শোকবার্তা ঠাকুরগাঁওয়ের পৌরসভায় ৮ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা অবৈধভাবে চলছে ! প্রশাসন কিছু না, আমরা যা সিদ্ধান্ত নিবো তাই মানতে হবে’–কুবি শিক্ষার্থীকে সমন্বয়ক কুবিতে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করবে এনআরবিসি ব্যাংক ভাষাশহিদ অহিউল্লাহ’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন —-অধ্যাপক এম এ বার্ণিক শ্রীপুরে গাঁজা সহজ স্বামী স্ত্রী আটক ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে হরিপুরে সিআইডি পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল জনতা !

“শ্রীপুরে মহান বিজয় দিবস” মহান মুক্তিযোদ্ধাদের স্পিড়িটকে আমাদের সমুন্নত রাখতে হবে-ব্যারিস্টার সজিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর)
মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে। ১৬ডিসেম্বর সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শ্রীপুর উপজেলা ৭১’স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে শ্রীপরের আওয়ামীলীগ ছাড়া ইসলামী দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলনসহ থানা প্রশাসন বিজয়ী সালাম প্রদর্শন করেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারদের সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,
আজ লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। আজ সোমবার, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। পৃথিবীর বুকে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের এক নতুন রাষ্ট্রের। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ।

তিনি বলেন,তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করছি সব বীর মুক্তিযোদ্ধাকে।

সভাপতি আরো বলেন,দেশ কি করবে সেটা না ভেবে আমি দেশের জন্য কি করব আর কি করা উচিত সেটাই ভাবা উচিত।মহান মুক্তিযোদ্ধাদের স্পিড়িটকে আমাদের সমুন্নত রাখতে হবে।যেসব মহান মুক্তিযোদ্ধরা এ জনপথে শুয়ে আছে তাদের আত্নত্যাগকে সমুন্নত রাখতে পারলেই তাদেরকে স্মরণে রাখা হবে।

সভাপতির বক্তব্যে ইএনও মহান মুক্তিযোদ্ধে মা’দের অসামান্য অবদান আর আত্নত্যাগের আবেগময়ী বাস্তব গল্পও শুনান উপস্হিত মুক্তিযোদ্ধাদের।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার( ভুমি) আতাহার শাকিল,বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আকন্দ,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার জয়নাল আবেদীন মন্ডলপ্রমুখ।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী দল ও তাদের অংগ ও সহযোগী সংগঠনগুলোর শ্রীপুর শাখা নিজ নিজ ব্যানারে বিজয় র‍্যালি করেন।

৫৪তম মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ হতে।৫শত ৪৩ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ১৩ জন শহিদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও ২ জন বীরাঙ্গনাকে সম্মাননা ও আর্থিক সহায়তা করা হয়।

উল্লেখ্য,শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রথমবারের মতো দিবসের সব কর্মসূচী ছিল লক্ষনীয় সু-শৃংখল পরিবেশে।পুরো শ্রীপুর শহরের রাস্তার দু’পাশে লাল সবুজ পতাকা,সরকারি বে-সরকারি অফিস ও স্হাপনাগুলো আলোক স্বজ্জা ছির নজর কাড়া।অরাজনৈতিক পরিবেশে দেয়া হয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।ছিলনা কোন বরেণ্য অতিথিবৃন্দ।এদিকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনেও ছিল নজিরবিহীন শৃংখলা।কর্মসুচীগুলোতে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা ছিল খুশি।তাদের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টা সজিব আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম