এইচ. আই লিংকন, নিজস্ব প্রতিবেদকঃ
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপি সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃতে আনন্দ র্যলি অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকেল ৪টায় উপজেলার গোয়ালবাড়ি মোর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র্যালিতে সিরাজদিখান উপজেলার বিভন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ২হাজার নেতাকর্মী অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ- ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল হক খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সদস্য মোজাম্মেল হাওলাদার, কাজী কামরুজ্জামান লিপু, রসুনীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্যামল কাজী, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, কোলা ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, জৈনসার ইউনিয়ন বি এন পি নেতা হাজী দেলোয়ার গোড়াপি, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, থানা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া প্রমুখ৷